Search
Close this search box.
Search
Close this search box.

মোবাইল অ্যাপ ব্যবহারে শীর্ষে দ. কোরিয়া

mobile-apsমোবাইল অ্যাপলিকেশান ব্যবহারে বিশ্বে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়া। মোবাইল অ্যাপের ব্যবহার পর্যবেক্ষণের অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের প্রথম চার মাসের হিসেবে মোবাইল ডাটা ব্যবহারের সূচকে সর্বোচ্চ ১২৫ পয়েন্ট পেয়েছেন দ. কোরিয়ার স্মার্টফোন ব্যবহারকারীরা। ১০০ ও ৯০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের ব্যবহারকারীরা। পরের দুটি অবস্থানে থাকা ব্রিটেন ও জার্মানির অর্জিত পয়েন্ট যথাক্রমে ৮০ ও ৭০।

chardike-ad

প্রতিবেদন অনুসারে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন ব্যবহারকারীরা দিনের অর্ধেকেরও বেশী সময় মোবাইলে বার্তা বিনিময়ে ও সামাজিক মাধ্যমগুলোতে ব্যয় করছেন। কোরিয়ানদের ব্যবহৃত অ্যাপগুলোর তালিকায় সবার উপরে রয়েছে মেসেঞ্জার অ্যাপ কাকাও টক। অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনসমূহে সর্বাধিক ব্যবহৃতর তালিকায় এরপর রয়েছে  ইউটিউব ও নাভার। আইফোন ব্যবহারকারীরা কাকাওয়ের পর সবচেয়ে বেশী ব্যবহার করছেন নাভার ও ফেইসবুক। আর জাপানের আইফোন ব্যবহারকারীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ লাইন।

প্রতিবেদনে আরও জানানো হয় যে মোবাইলের ইন্টারনেট ডাটার বেশীরভাগই ব্যয় হচ্ছে ইউটিউব ও অন্যান্য ভিডিও দর্শনের অ্যাপসমূহে।