Search
Close this search box.
Search
Close this search box.

আড়াই ডলার যখন ১৯ কোটি টাকা!

coinযুক্তরাষ্ট্র এখন তন্ন তন্ন করে খুঁজলেও দুই একটা পাওয়া যাবে এই স্বর্ণমুদ্রা। অধিকাংশ মার্কিনি এগুলো চোখে দেখেনি।

মঙ্গলবার এমন একটি স্বর্ণমুদ্রা নিলামে বিক্রি হয়েছে ২৪ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ কোটি ৬৫ লাখ ০৪ হাজার ৪৫২ টাকা।

chardike-ad

প্রাচীন মুদ্রা ক্রেতা প্রতিষ্ঠান স্টেকস বোয়ারস গ্যালারি জানিয়েছে, এটি ২০৭ বছর আগের মুদ্রা। ১৭ শতকের শেষ ও ১৮ শতকের প্রথম দিকে এই মুদ্রা চালু ছিল। তখন এর দাম ছিল আড়াই ডলার মাত্র। বিশেষ এই মুদ্রাটি ১৮০৮ সালের দিকের।

এক খবরে বুধবার সিএনএন জানায়, মঙ্গলবার ২০৭ সালের পুরান এই আড়াই ডলারের মুদ্রা বিক্রি হয়েছে ২৪ লাখ মার্কিন ডলারে। এই মুদ্রার একপাশে রয়েছে লেডি লিবার্টির খুদাই করা ছবি। আরেকপাশে ঈগলের ছবি।

স্টেকস বোয়ারস গ্যালারি আরও জানায়, নিলামে এ ধরনের ১২৮ টি মুদ্রা বিক্রি হয়েছে; যার মোট মূল্য ২ কোটি ৫০ লাখ মিলিয়ন ডলার।