Search
Close this search box.
Search
Close this search box.

এবার গ্রামীণফোন, টেলিটকেও ফ্রি ইন্টারনেট!

Teletalk-Gpরবির বিনামূল্যের ইন্টারনেট চালুর পর আরও দুই অপারেটরের ব্যবহারকারীরা বিনামূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং টেলিটক অচিরেই বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু করবে।

ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেটে সুবিধা ১০ মে থেকে রবি তার গ্রাহকদের জন্য চালু করে। ইতিমধ্যে রবির বিনামূল্যের ইন্টারনেট সুবিধা নিয়েছে ১২ লাখ গ্রাহক। রবির এই সুবিধায় ২৯ টি ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

chardike-ad

এই উদ্যোগের সাফল্যের পরপরই গ্রামীণফোন এবং টেলিটক বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করার আগ্রহ প্রকাশ করেছে।

১০ মে রবির ফ্রি ইন্টারনেট চালুর পরপরই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অন্যান্য অপারেটরদের এই সুবিধা চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

বাংলাদেশসহ ১০টি দেশে ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু রয়েছে। সম্প্রতি জুকারবার্গ এক পোস্টে জানান, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ কোটি মানুষ ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা পাচ্ছে।