Search
Close this search box.
Search
Close this search box.

যেভাবে জানা যাবে এসএসসি পরীক্ষার ফলাফল

ssc-result২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডের পাশাপাশি শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোন থেকে এসএমএস করে পরীক্ষার ফল জানতে পারবেন।

বাংলাটেলিগ্রাফের পক্ষ থেকে ফলাফল জানার সকল উপায় দেয়া হলোঃ

chardike-ad

১। শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা:

২। মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার নিয়মঃ

## জেনারেল শিক্ষাবোর্ড :
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন, SSC স্পেস বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস রোল স্পেস পরীক্ষার বছর, এবং এসএমএস পাঠাতে হবে ১৬২২২ । উদাহরণ : SSC DHA 123456 2015 Send to 16222

## মাদরাসা শিক্ষাবোর্ড :
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন, DAKHIL স্পেস বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস রোল স্পেস পরীক্ষার বছর, এবং এসএমএস পাঠাতে হবে ১৬২২২ । উদাহরণ : উদাহরণ : DAKHIL MAD 123456 2015 Send to 16222

টেকনিক্যাল শিক্ষাবোর্ড :
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন, SSC স্পেস বোর্ডের প্রথম ৩ অক্ষর স্পেস রোল স্পেস পরীক্ষার বছর, এবং এসএমএস পাঠাতে হবে ১৬২২২ । উদাহরণ : SSC TEC 123456 2015 Send to 16222

৩। এছাড়া এই লিঙ্ক থেকেও ফলাফল জানতে পারবেনঃ http://123.49.43.158/regular/index.php