Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন

Borderভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদন দেয়া হয়েছে। বিলটি এখন রাজ্যসভায় তোলা হবে। এরপর যাবে লোকসভায়। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিলের অনুমোদন দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রসঙ্গত, ২০১৩ সালে ভারতের রাজ্যসভায় স্থল সীমান্ত বিল উত্থাপন করা হয়েছিল। পরে বিলটি পর্যালোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয় কংগ্রেস নেতা শশি থারুরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির কাছে। এই কমিটি বিলটি পাস করানোর জন্য সুপারিশ করে। কিন্তু চুক্তিটি সর্বসম্মতিক্রমে সইয়ের সুপারিশ করলেও এতদিন আটকে ছিল বিলটি।

chardike-ad

চুক্তি অনুযায়ী, দুই দেশের সীমান্তে অবস্থিত ১৬১টি ছিটমহল বিনিময় করবে ভারত ও বাংলাদেশ। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছিলেন, মানবিক বিষয়টিকে গুরুত্ব দিয়ে হলেও বাংলাদেশ ও ভারতের এই চুক্তি সই করা উচিত।