Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় সিলেটের ইকবাল

Iqbal-Ahmedব্রিটেনের শীর্ষ ১০০০ ধনীর তালিকায় আবারো স্থান পেয়েছেন সী মার্ক গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশের কৃতি সন্তান ইকবাল আহমদ ওবিই।

সানডে টাইমস পত্রিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ইকবাল আহমদ ব্রিটেনের এক হাজার ধনীর তালিকায় ৪৬৬তম স্থান পেয়েছেন।

chardike-ad

এক বছরে তার সম্পদের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন পাউন্ড বেড়ে হয়েছে ২০৫ মিলিয়ন পাউন্ড তথা ২,৪৯৭ কোটি টাকা প্রায়।

ইকবাল আহমদ ওবিই’র জন্ম ১৯৫৬ সালে সিলেটে। তিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে ব্রিটেনে এসেছিলেন।

ব্রিটেনের ওয়েস্ট মিনিস্টারের সিটি কলেজ থেকে ১৯৭৭ সালে লেখাপড়া শেষ করে জড়িয়ে পড়েন পারিবারিক ব্যবসায়। গড়ে তুলেন সী মার্ক ও ইবকোর মতো সফল ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তিনি পরিবার নিয়ে বসবাস করছেন ম্যানচেস্টারে।

ইকবাল আহমদ ওবিই ২০০৬ সালে সর্বপ্রথম সানডে টাইমসের তালিকায় ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে উঠে আসেন। ব্রিটেনের শীর্ষ ধনীর তালিকায় সে বছর ৫১১ নম্বর স্থান দখল করেন তিনি। তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় ১১০ মিলিয়ন পাউন্ড।