Search
Close this search box.
Search
Close this search box.

সিউল পৌঁছেছেন নতুন রাষ্ট্রদূত জুলফিকার রহমান

rahmanদক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জুলফিকার রহমান সিউল পৌঁছেছেন। এই বছরের জানুয়ারীতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান পেশাদার এই কূটনীতিক।  গতকাল সিউল আসার পূর্বে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তুরস্কে। সিউলস্থ মিশনে যোগ দিয়েই তিনি আজ বাংলাদেশ উৎসবে যোগ দিবেন।

 

chardike-ad

মো. জুলফিকার রহমান বিসিএস (পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা। সিউলস্থ মিশনে যোগ দেওয়ার আগে তিনি তুরস্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও নয়াদিল্লি দূতাবাস ও নিউইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে দায়িত্ব পালন করেন। তারও আগে দায়িত্ব পালন করেন মানামায় নিযুক্ত দূতাবাস এবং লস অ্যাঞ্জেলস কনস্যুলেটে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস উত্তীর্ণ এ কূটনীতিক ১৯৯৪ সালে প্যারিসের একটি প্রতিষ্ঠান থেকে কূটনৈতিক বিষয়ে উচ্চতর ডিপ্লোমা সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত জুলফিকার তিন সন্তানের বাবা।