Search
Close this search box.
Search
Close this search box.

চীন থেকে কোরীয় মার্স রোগী দেশে ফিরেছেন

march-virusআজ (শুক্রবার) কুয়াং তোং প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটির বিশেষজ্ঞদের ইতিবাচক নিরাময়ের ফলে চীনে প্রথম মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) রোগে আক্রান্ত দক্ষিণ কোরীয় রোগী আনুষ্ঠানিকভাবে হাসপাতাল ছেড়ে আজ সকালে নিজ দেশে ফিরে গেছেন।

সূত্র জানায়, এই রোগীর গত ১০ দিন ধরে জ্বর হয় নি এবং তার কোনো ক্লিনিক্যাল উপসর্গ নেই। বিশেষজ্ঞদের পর্যালোচনা অনুযায়ী, রোগী হাসপাতাল থেকে বের হওয়ার অবস্থায় রয়েছে।

chardike-ad

আরো জানা গেছে, রোগীর নিরাময়ের জন্য চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রয়েছে। কুয়াংচৌয়ে নিযুক্ত দক্ষিণ কোরীয় কনস্যুলেট চীনকে ইতিবাচক প্রতিকারের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

সূত্রঃ http://bengali.china.com/news/latestnews/4675/20150626/404771.html