Search
Close this search box.
Search
Close this search box.

মার্স সংক্রমণ প্রতিরোধে কোরিয়ার প্রাথমিক সাফল্য

www.usnews.com

মরণঘাতি করোনা ভাইরাস মার্সের সংক্রমণ প্রাথমিক সাফল্য পেতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো দেশব্যাপী নতুন করে কারও মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় নি। এক বিবৃতিতে কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

chardike-ad

মন্ত্রণালয়ের খবরে প্রকাশ, গত রবিবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ৮১ বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। এ নিয়ে কোরিয়ায় মার্স সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

তবে আশার কথা হচ্ছে, গত রবিবার থেকে এখনও পর্যন্ত মার্স আক্রান্তদের সংখ্যাটা ১৮২-তেই স্থির রয়েছে। তবে চিকিৎসা সংশ্লিষ্টরা সর্বোচ্চ সতর্কতায় এখনই কোন ছাড় দিচ্ছেন না। গত ২২ জুন মার্স সংক্রমণ সনাক্ত হওয়ার আগে জনৈক ব্যক্তি সহস্রাধিক মানুষের সংস্পর্শে ছিলেন – এমন খবরে সিউলের একটি হাসপাতাল নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আক্রান্ত ১৮২ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন। এদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে গেছে। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন অন্তত ৯৫ জন।

এদিকে ‘সন্দেহজনক’ মার্স জীবাণু বহনকারী সন্দেহে সরকারি হেফাজতে বা স্ব স্ব বাসাবাড়িতে পর্যবেক্ষণে থাকা আড়াই সহস্রাধিক মানুষের উপর থেকে নজরদারি চলতি সপ্তাহ থেকে তুলে নেয়া শুরু হচ্ছে।