Search
Close this search box.
Search
Close this search box.

সড়কের নিরাপত্তায় নতুন দিগন্ত (ভিডিও)

Samsung-vanদক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নিরাপদে গাড়ি চালানোর জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে। গত সপ্তাহে স্যামসাং একটি ব্লগ পোস্টে তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি সেফটি ট্রাকের কথা উল্লেখ করে। সেফটি ট্রাক মূলত একটি ট্রেইলার ট্রাক। যেটার সামনে শক্তিশালী ওয়ারলেস ক্যামেরা বসনো আছে।

এই ক্যামেরা ট্রেইলরে সামনের সড়কে চিত্র ধারন করে তা পেছনে চারটি স্ক্রিনে প্রদর্শন করে। এতে করে ট্রেইলরের পেছনের গাড়ির চালকরা সড়কের যানবাহনের গতিবিধি বুঝতে পারে। ফলে চালকদের  ওভারট্রেকিং করার সময় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

chardike-ad

স্যামসাং জানিয়েছে, এই ট্রেইলরে পেছনের গাড়ির চালকরা নিরাপদে গাড়ির চালানোর জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। বিশেষ করে ট্রেইলারের সামনের গাড়ির অবস্থান বুঝতে পারবেন। এতে করে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে স্যামসাং দাবি করছে।

এই ট্রেইলরটি বর্তমানে আর্জেন্টিনার বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে চালকদের সচেতন করছে। পৃথিবীতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় আজেন্টিনায়।

সেফটি ট্রাক বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। স্যামসাং এটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে।

ভিডিওঃ