Search
Close this search box.
Search
Close this search box.

উ. কোরিয়ার সঙ্গে নমনীয় হওয়ার আভাস যুক্তরাষ্ট্রের

north-koreaউত্তর কোরিয়ার চরম অনীহা সত্তেও পরমানু কর্মসুচী বন্ধ করতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নমনীয় করার আভাস দিয়েছে ।  সোমবার এক মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কূটনীতিক সিডনি সিলার বলেছেন, উত্তর কোরিয়া কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান চাইলে যুক্তরাষ্ট্র তার জন্য আলোচনার দরজা খোলা রেখেছে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সিলার বলেন, ‘আলোচনা যে মূল্য ও সম্ভাবনা তৈরি করে ইরান চুক্তি তারই প্রমাণ। এটা আবারও আমাদের সদ্চ্ছিার প্রমাণ, যখন আমাদের সদ্চ্ছিাপূর্ণ বিপরীতপক্ষ থাকবে এবং উত্তর কোরিয়া ভিন্ন পথ নেয়ার সিদ্ধান্ত নিলে আমাদের নমনীয়তার প্রমাণ পাওয়া যাবে।’

উত্তর কোরিয়া এ পর্যন্ত তিন পরমাণু পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এ পরীক্ষা চালানো হয়। এই পরমাণু ইস্যুতেই দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ।