Search
Close this search box.
Search
Close this search box.

এক ঘুমে ৫৯ দিন পার!

sleepingঘুম না এলে মানুষ কতো কিছুই না করে থাকে। পকেটে যতো টাকাই থাকুক চোখে যদি ঘুম না থাকে তাহলে সেই টাকাও মানুষের কাছে তুচ্ছ হয়ে যায়। অনেকে ঘুমের জন্য দিনের পর দিন ওষুধ খেয়ে যান। কিন্তু ঘুম আর আসে না।

তবে কোনো কিছুর সাহায্য ছাড়াই এবার একটানা ৫৯ দিন ঘুমিয়ে রেকর্ড সৃষ্টি করলেন ব্রিটেনের এক তরুণী। ওই তরুণীর নাম ইমার্ল ডুপে।

chardike-ad

চিকিৎসকদের মতে, সুস্থ থাকার জন্য একজন মানুষের দৈনিক আট ঘণ্টা ঘুম প্রয়োজন। কিন্তু ইমার্ল ডুপের কাছে এই আট ঘণ্টা সময় খুবই কম। টানা দুই মাস ঘুম তাঁর কাছে কিছুই নয়। এবং সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, ইমার্ল ডুপে এই ঘুমের মধ্যেই খাওয়া দাওয়া সেরে নেন। ডুপের এই মাত্রাতিরিক্ত ঘুমের জন্য পুরোপুরিই বিরক্ত তাঁর পরিবারের লোকজন।

ডাক্তার জানিয়েছেন, ডুপে সুস্থ মানুষ নন। ঘুমজনিত একরকম অস্বাভাবিক রোগের শিকার তিনি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগটিকে বলা হয় ‘ক্লেইন লেভিন’ বা ‘স্লিপিং বিউটি’। তবে সারা বিশ্বের মানুষদের মধ্যে এই রোগের হার খুবই কম। বর্তমান বিশ্বে মাত্র এক হাজার মানুষ এই রোগে আক্রান্ত।

এরকম আরো কিছু নিউজঃ


## ১ বলে ২৮৬ রান!

## এবার ওয়ানডেতেও ট্রিপল সেঞ্চুরি!

## যে কারণে তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়

## বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাঁচ বিয়ে!

## রোজা রেখে ক্রিকেট খেলেন যে ৫ ক্রিকেটার

## দুধ-আনারস একসঙ্গে খেলে কী হয়!