Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় আঘাত হানার পথে তিন ঘূর্ণিঝড়

তিনটি শক্তিশালী ঘূর্ণিঝড় যুগপৎ কোরিয়া, জাপান ও চীনের দিকে ধেয়ে আসছে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার এ তথ্য জানিয়েছে।

ঘূর্ণিঝড় ছান হোম
ঘূর্ণিঝড় ছান হোম

আবহাওয়া দপ্তরের ভাষ্য অনুসারে, ছান হোম নামের সবচেয়ে বড় ঘূর্ণিঝড়টির কারণে দেশব্যাপী টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুয়ামের ৮০ কিমি উত্তরে অবস্থানরত ছান হোম ৩৮০ কিমি ব্যাসার্ধ ও সেকেন্ডে ৪৯ মিটার গতিবেগ নিয়ে শক্তিশালী আঘাত হানতে পারে।

chardike-ad


map_specnews16_ltst_4namus_enus_650x366

আবহাওয়াবিদরা বলছেন আগামী বৃহস্পতিবার দুপুরের পর থেকে ছান হোমের প্রভাবে কোরিয়ায় দেশব্যাপী মুষলধারে বর্ষণ শুরু হতে পারে। এ সময় ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অতিক্রম করবে। তবে কোরিয়ার দক্ষিণাঞ্চলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে।

ছান হোমের সাথে তাইওয়ানের পথে ধাবমান রয়েছে আরো একটি ঘূর্ণিঝড় লিনফা। এছাড়া গুয়াম থেকে জাপানের পথে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নাংকা।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে তিনটি ঘূর্ণিঝড় পরস্পরের গতিপথ ও তীব্রতাকে প্রভাবিত করছে। তবে তিনটির মধ্যে ছান হোমই কোরিয়ায় সবচেয়ে জোরাল আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।