Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় খুনের দায়ে বাংলাদেশীর ১০ বছরের কারাদন্ড

murder 2খুনের দায়ে এক বাংলাদেশীকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে কোরিয়ার একটি আদালত। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার উইজংবু জেলা কোর্টে বিচারক কিম জু শিক এই রায় দেন। রায়ে বিচারক বলেন আসামী ‘ক’ ৭৪ বছর বয়সী বৃদ্ধা ‘খ’কে আঘাত করার পরে বৃদ্ধা যখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল তখন আসামী বৃদ্ধাকে বাঁচানোর কোন চেষ্টা করেননি। তবে কোর্ট পুলিশের করা অভিযোগ খারিজ করে দিয়েছে। পুলিশের অভিযোগ ছিল আসামী ইলেকট্রিক বেল্ট দিয়ে বৃদ্ধাকে হত্যা করে।

আদালতের রায় প্রত্যাখ্যান করে আসামী ‘ক’ বলেছেন ‘আমি হত্যার উদ্দ্যেশে বৃদ্ধাকে আঘাত করিনি। আল্লাহ সব দেখেছে’।

chardike-ad

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারী দক্ষিণ কোরিয়ার খিয়ংগিদো প্রদেশের খুইয়াং এলাকায় ৭৪ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে বাংলাদেশী ‘ক’কে পুলিশ গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত বাংলাদেশী ‘ক’ প্রায় ১৯ বছর আগে (১৯৯৬ সালে) কোরিয়ায় আসে। কোরিয়ান নারীকে বিয়ে করে মাইগ্র্যান্ট হিসেবে সে বসবাস করে আসছিল।