Search
Close this search box.
Search
Close this search box.

আটকে পড়া কিশোরটিকে বাঁচালো অ্যাপলের ‘সিরি’

apleস্যাম রে তার ট্রাকের তলায় ঢুকে মেরামতের কাজ করছিল। আশপাশে কেউ ছিল না। এক পর্যায়ে ট্রাকটি তার উপর পড়তে শুরু করে এবং দু হাত দিয়ে তাৎক্ষণিক ভাবে সেটা ঠেকায় স্যাম।

ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের শহরতলী। চিৎকার করেও যখন কারো সাহায্য পাওয়া যাচ্ছিল না, তখনই স্যামের মনে পড়ে আইফোনটি তার পেছনের পকেটে।

chardike-ad

হাত দিয়ে ট্রাকের পতন ঠেকাচ্ছে বলে ফোনটি নিয়ে সাহায্যের জন্য কাউকে ফোন করার আর উপায় নেই।

কিন্তু উপস্থিত বুদ্ধিই হয়তো বাঁচিয়ে দেয় স্যামকে। অনেক কসরত করে পশ্চাৎদেশ ব্যাবহার করেই সে চালু করে ‘সিরি’ এবং কল পাঠায় জরুরী সেবা সংস্থায়।

সিরি হল অ্যাপলের একটি অ্যাপ্লিকেশন যেটা ব্যবহারকারীর কণ্ঠস্বর সনাক্ত করে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে।

পরে যথাসময়ে এসে স্যামকে উদ্ধার করে উদ্ধারকারী সংস্থা। তাকে আকাশপথে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে।

অবশ্য এরই মধ্যে স্যামের পাঁজরের কয়েকটি হাড় ভেঙে গেছে, কিডনিতে আঘাত লেগেছে, নানা জায়গায় কেটে ছড়ে গেছে এবং বা হাত পুড়ে গেছে।

স্যাম অবশ্য কদিন ধরে ভেবেছিল আইফোনটি বদলে একটি স্যামসাং গ্যালাক্সি নেবে, কিন্তু দুর্ঘটনার পর মত বদলেছে সে।

‘আমার ধারণা বাকী জীবন আমি আইফোনই ব্যাবহার করবো। তাদের কাছে আমার অনেক ঋণ’।
সুত্রঃ বিবিসি