Search
Close this search box.
Search
Close this search box.

ইপিএস বাংলা ক্রিকেট টুর্ণামেন্ট’ ২০১৫ আগামীকাল শুরু

eps cricketকোরিয়ার স্বনামধন্য ব্যবসায় প্রতিষ্টান আল মাইয়িদা মুসলিম ফুডের পৃষ্টপোষকতায় ইপিএস বাংলা কমিউনিটি কর্তক আয়োজিত ‘ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট’২০১৫’ ট্রফি উন্মোচন ও উদ্ভোধনী খেলা আগামীকাল শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে কোরিয়া বিভিন্ন প্রদেশ থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। কোরিয়ার ৪টি ভিন্ন ভিন্ন  সিটিতে এই টুর্নামেন্ট চলবে ৩০শে আগস্ট থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত। এই ১৬টি দল  ৪টি গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলে চার গ্রুপের শীর্ষ চারদল ও শীর্ষ চার রানার্সআপ দল  সুপার এইটে খেলার সুযোগ পাবে। সুপার এইট থেকে ৪টি দল সেমিফাইনাল ও সেমিফাইনালে উত্তীর্ণ দুটি দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ২৭ শে সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

গ্রুপ A: ওয়িদো নবাঙ্কুর একাদশ, ইলসান ইয়াং স্টার, ইনছন নাইট রাইডার্স, ইনছন নবীন সংঘ

chardike-ad

গ্রুপ B: ইনছন ওরিয়র্স, দুরন্ত আনসান একাদশ, খোয়াংজু ক্রিকেট ক্লাব, ওমসং বেঙ্গল টাইগার্স

গ্রুপ C: সংগুরী ব্যাচেলরর্স, টিম খাপ্‌পাই, কিংস অফ সংগুরী, ইয়াংজু টাইগার্স

গ্রুপ D: ইথেওন কিং ফাইটার, পাজু ক্রিকেট টিম, চাঁপাই ক্রিকেট ক্লাব, ফারান ফ্রেন্ডস ক্লাব

ফিকচার

প্রথম রাউন্ড (নকাউট পর্ব)

১. দুরন্ত আনসান বনাম ইনছন ওয়ারিয়র্স       ৩০.০৮.২০১৫  সকাল ১০ টা আনসান মাঠ

২. খোয়াংজু ক্রিকেট ক্লাব বনাম ওমসং বেঙ্গল    ৩০.০৮.২০১৫. বিকাল ২ টা আনসান মাঠ

৩. ইনছন নাইট রাইডর্স বনাম ইনছন নবীন     ৩০.০৮.২০১৫ সকাল ১০ টা শিওয়া মাঠ

৪. ওইদু নবাংকর বনাম ইলসান ইয়ং স্টার       ৩০.০৮.২০১৫ বিকাল ২ টা শিওয়া মাঠ

৫. ইয়াংজু টাইগার্স বনাম সংগুরি ব্যাচেলর       ০৬.০৯.২০১৫ সকাল ১০ টা সংগুরি মাঠ

৬. টিম খাপ্পাই বনাম কিং অব সংগুরি         ০৬.০৯.২০১৫ বিকাল ২ টা সংগুরি মাঠ

৭. ইথেওন কিং ফাইটার বনাম চাপাই ক্রিকেট ক্লাব ০৬.০৯.২০১৫ সকাল ১০ টা সউল মাঠ

৮. পাজু ক্রিকেট টিম বনাম ফারান ফ্রেন্ডস ক্লাব  ০৬.০৯.২০১৫ বিকাল ২ টা সউল মাঠ

সুপার এইট

গ্রুপ A বিজয়ী বনাম গ্রুপ C রানার্সআপ ১৩.০৯.২০১৫ সকাল ১০ টা আনসান মাঠ

গ্রুপ B বিজয়ী বনাম গ্রুপ D রানার্সআপ ১৩.০৯.২০১৫. বিকাল ২ টা আনসান মাঠ

গ্রুপ C বিজয়ী বনাম গ্রুপ A রানার্সআপ ১৩.০৯.২০১৫ সকাল ১০ টা শিওয়া মাঠ

গ্রুপ D বিজয়ী বনাম গ্রুপ B রানার্সআপ ১৩.০৯.২০১৫ বিকাল ২ টা শিওয়া মাঠ

সেমিফাইনাল

A: সুপার এইট A  বিজয়ী বনাম সুপার এইট C বিজয়ী ২০.০৯.২০১৫   সকাল ১০ টা আনসান মাঠ

B: সুপার এইট B  বিজয়ী বনাম সুপার এইট D  বিজয়ী ২০.০৯.২০১৫   বিকাল ২ টা আনসান মাঠ

ফাইনাল

সেমিফাইনাল A  বিজয়ী বনাম সেমিফাইনাল বিজয়ী B  ২৭.০৯.২০১৫   সকাল ১০ টা আনসান মাঠ

 

মাঠের ঠিকানাঃ

আনসান মাঠঃ 경기도 안산시 단원구 ( 초지1운동장 단원 구청 앞)

৪ নাম্বার লাইনের 조치역 নেমে হেটে বা ট্যাক্সিতে 단원 구청 এর সামনে গেলেই মাঠ দেখা যাবে। অথবা আনসান থেকে ৫২ নাম্বার বাসে উঠে ৭টা স্টেশন পরে 단원구청 স্টেশনে নামলেই মাঠ পাবেন।

শিওয়া মাঠঃ 회망공원: 정왕동 1358번지; 시화공단 2다709

৪নাম্বার লাইনের 정왕역 নেমে ১নং এক্সিট দিয়ে বের হয়ে ট্যাক্সি নিলেই হবে অথবা

আনসান স্টেশন থেকে ২১ নাম্বার বাসে উঠে 회망공원.GS건설 নামলেই মাঠ পাবেন।

সংগুরি  মাঠ:  송우초등학교, 경기도 포천시 소흘읍 송우로 42

পাবলিক পরিবহনে উইজম্বো থেকে ১৩৮, ৮৮, ৩৩ ৭২ নাম্বার বাসে সংগুরি সিজাং সাগরি নেমে নোংহিওপের উল্টা পাশে।

সউল মাঠ: 서울시,용산구, 보광동168 오산중학교

한남역 নেমে পাশেই 한남동하이페리온 বাস স্টেশন থেকে 용선 01 নাম্বার  বাসে করে 보관동주민센터 নামলেই পাশে মাঠ দেখতে পারবেন।