Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল থেকে ছুসকের ছুটি শুরু

chusokকোরিয়ার অন্যতম বড় উৎসব ছুসকের ছুটি আগামীকাল শুরু হচ্ছে। ছুটির দিনে ছুসক হওয়ায় এবার ছুটির দিন কমেছে। গতবছর ছুসকে পাঁচদিন ছুটি কাটালেও এবার ছুটি থাকবে মাত্র তিনদিন। ছুসকের সময় মূলত কোরিয়ায় পরিবারিক মিলনমেলায় পরিণত হয়। পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে প্রার্থনা করে এবং খাবার পরিবেশন করে। ফলে সিউল থেকে সবাই গ্রামের দিকে ছুটে। এইজন্য ছুসকে প্রচন্ড জ্যাম থাকে।

তবে সময়ের পরিবর্তনে এখন অনেককেই ছুসকে পরিবারের সাথে মিলিত হওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এবারও তার ব্যতিক্রম হবেনা। এবারের ছুসকে কোরিয়া থেকে সর্বোচ্চ পরিমাণে বিদেশ ভ্রমণে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ঈদুল আযহা এবং ছুসক একই সময় হওয়ায় বাংলাদেশী প্রবাসীরা ঈদের আনন্দটাই বেশি উপভোগ করবে। নিকট আত্মীয়স্বজন ছাড়া প্রবাস জীবনে প্রবাসীরাই কাছের আত্মীয়। প্রবাসী বন্ধুদের সাথে ঘুরাফেরা এবং খাওয়াদাওয়া ছাড়াও দেশে স্বজনদের সাথে ফোনে কথা বলেই মুলত সময় কাটাবে প্রবাসীরা। 

chardike-ad