Search
Close this search box.
Search
Close this search box.

কান ঘেঁষে ক্ষেপণাস্ত্র, বেঁচে গেল রুশ কপ্টার

copterসিরিয়ার রণক্ষেত্র থেকে অল্পের জন্য বেঁচে গিয়ে ফিরে এলো একটি রুশ এমআই-৮ হেলিকপ্টার।

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদের হয়ে যুদ্ধে নেমেছে রাশিয়া। প্রথমে শুধু যুদ্ধবিমানের ব্যবহার করলেও পরে যুদ্ধ-হেলিকপ্টারের ব্যবহার শুরু করে রাশিয়া।

chardike-ad

সিরিয়া যুদ্ধে বড় ভূমিকা নিচ্ছিল এই যুদ্ধ-হেলিকপ্টারগুলি। এ বার প্রতি আক্রমণের সামনে পড়ল এমনই একটি হেলিকপ্টার, যা এমআই-৮ শ্রেণির। ছবিতে দেখা যাচ্ছে ভূমি থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র হেলিকপ্টারটির কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। তার পরে হেলিকপ্টারটির প্রায় কাছেই ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণ ঘটছে।

রাশিয়ার দাবি, এর পরেও হেলিকপ্টারটি নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তবে ফিরে আসার পরের ছবিতে হেলিকপ্টারে কতটা, কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা আন্দাজ করা যাচ্ছে। আসাদ-বিরোধীদের হাতে এই ধরনের ক্ষেপণাস্ত্র চলে আসা রাশিয়ার সেনার পক্ষে দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।