Search
Close this search box.
Search
Close this search box.

ঘুষের দায়ে মন্ত্রীকে তাড়ালেন কেজরিওয়াল

kejriwalদিল্লির খাদ্য ও পরিবেশ মন্ত্রীকে বরখাস্ত করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এক নির্মাণ সংস্থার থেকে ৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল মন্ত্রী আসিম আহমেদ খানের বিরুদ্ধে। কেজরীবাল জানান, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছে সরকার। দিল্লির এক বিল্ডারের সঙ্গে পদচ্যুত মন্ত্রীর দীর্ঘ কথোপকথনের রেকর্ডিংও শোনা হয়েছে বলে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

কেজরিওয়াল এ দিন বলেন, ‘দুর্নীতি করলে নিজের ছেলেকেও আমি ছেড়ে কথা বলব না। মানুষ সৎ রাজনীতিক হিসেবে আমাদের ওপর ভরসা রাখেন। ফলে আমাদের মন্ত্রিসভায় কোনো দুর্নীতিগ্রস্তের ঠাঁই হতে পারে না।’’

chardike-ad
 মন্ত্রীকে বরখাস্ত করার পাশাপাশি, গোটা ঘটনার সিবিআই তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। আসিম আহমেদ খানের জায়গায় সংশ্লিষ্ট দফতরের নতুন মন্ত্রী করা হয়েছে ইমরান হুসেনকে।

ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর, আম আদমি পার্টির সরকারে এই নিয়ে দু’টি বড় পরিবর্তনের ঘটনা ঘটল। জাল কলেজ ডিগ্রি পেশের অভিযোগ মাথায় নিয়ে জুন মাসে কেজরিওয়ালের ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমর।- ওয়েবসাইট