Search
Close this search box.
Search
Close this search box.

এবার দক্ষিণ কোরিয়ার ‘সতর্কতা’

south-koreaপশ্চিমা দেশগুলোর পর এবার পূর্বের দেশ দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের ‘সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দিয়েছে। ঢাকাস্থ কেরিয়ান দূতাবাস ওই সতর্কতা নোটিশ জারি করেছে।

এতে বলা হয়- ইতালিয়ান নাগরিক হত্যার প্রেক্ষিতে বাংলাদেশে থাকা কোরিয়ার সব নাগরিকের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে দূতাবাস। একই সঙ্গে অনেক বিদেশি যেসব স্থান ও ইভেন্টে অংশ নেন সেই সব এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হচ্ছে।

chardike-ad

একজন কোরিয়ানের ব্যক্তিগত নিরাপত্তা এবং সর্বোচ পর্যায়ের সচেতনতার জন্য এই এলার্ট জারি করা হয়েছে।

নোটিশে আরো বলা হয়, পরবর্তী সময়ে প্রাপ্ত তথ্যের বিষয়েও নাগিকদের আপডেট রাখা হবে।