Search
Close this search box.
Search
Close this search box.

দিনে ১২ হাজার বার হাঁচি দেন যে বালিকা!

katelyn-thornyএকদিনেই ১২ হাজার বার হাঁচি দেন ১২ বছরের এক বালিকা। শুনতে অবাক লাগলেও বাস্তবেও তাই ঘটছে ক্যাটেলাইন থর্নলি নামক ওই বালিকার জীবনে। কথা বলতে গেলেই হাঁচি, হাঁচিতে হাঁচিতে একেবারে ক্লান্ত। মিনিটে ২২ বার, ঘণ্টায় ১২০০ বার।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা ১২ বছরের এই মেয়ে হাঁচির চোটে কোনো কাজ ঠিক মতো করতে পারে না। খেতে অসুবিধা, পড়তে অসুবিধা। স্কুলে পর্যন্ত যেতে পারে না সে। তার পরিবার ক্যাটেলাইনকে নামজাদা ছয়জন চিকিৎসককে দেখিয়েছেন কিন্তু কাজ হয়নি।

chardike-ad

এক চিকিৎসককে দেখিয়ে তো হাঁচির পরিমাণ আরো বেড়ে গিয়েছিল। কিন্তু কেন হচ্ছে এমন? চিকিৎসকরা সদুত্তর দিতে পারছেন না।

তবে এক বিশেষজ্ঞ ক্যাটেলাইনের বাবাকে বলেছেন, অ্যালার্জি, ভাইরাস নয় কোনো মানসিক চাপ থেকে এমন হতে পারে।

১২ বছরের মেয়ে ক্যাটেলাইন বলছেন, আমি এখন ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি, যে আমি হাঁচছি।