Search
Close this search box.
Search
Close this search box.

গরুর মাংস খাই; হিম্মত থাকলে মেরে দেখা!

beefভারতের উত্তরপ্রদেশের দাদরি গ্রামে ফ্রিজে গরুর মাংস রাখা এবং খাওয়ার ‘গুজবে’ ৫০ বছর বয়সী মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ফরেনসিক ল্যাবের পরীক্ষায় দেখা গেছে-তার ফ্রিজে গরুর মাংস নয়, ছিল খাসির মাংস। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

গরুর মাংস খাওয়ার ‘গুজবে’ এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন সমাজের নানা শ্রেণি পেশার মানুষ।

chardike-ad

শনিবার এক টুইট বার্তায় প্রখ্যাত লেখিকা শোভা দে জানিয়েছেন, তিনি এই মাত্র গরুর মাংস খেয়েছেন। এজন্য কেউ যদি তাকে মারতে চায় তাহলে তিনি এর মুখোমুখি হতে প্রস্তুত।

প্রেস কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কেন্ডেয় কাটজুও এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনিও গরুর মাংস খেয়েছেন। হিম্মত থাকলে তাকে কেউ মেরে দেখাক..। কাটজু আরও লিখেছেন, তার লাঠি ওইসব লোকদের জন্য অপেক্ষা করছে।

বলিউডের শক্তিশালী অভিনেতা ঋষি কাপুরও নিজেকে গরুর মাংস ভক্ষণকারী হিন্দু বলে দাবি করেছেন। তীব্র বিরোধিতার মধ্যেও নিজের মন্তব্যে অনড় রয়েছে তিনি।