Search
Close this search box.
Search
Close this search box.

৪১ বাংলাদেশী হাজির লাশ পাওয়া গেছে, হাসপাতালে আছেন ৬১ জন

minaমিনা দুর্ঘটনাকে কেন্দ্র করে ৪১ জন বাংলাদেশী হাজির লাশ পেয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এছাড়া আহত ৬১ জন হাজি মক্কা ও জেদ্দার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানিয়ে বলা হয়েছে, ৪১টি লাশের মধ্যে ১৮ জন হাজির পরিচয় পাওয়া গেছে, ১২ জনের নাম পাওয়া গেছে এবং ১১ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও মক্কার হজ মিশন লাশ পাওয়া যাওয়া নিহত হাজিদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে। অজ্ঞাত পরিচয় লাশগুলো সনাক্ত করার জন্য নিখোঁজ হাজিদের আত্মীয়-স্বজন, হজের সহযাত্রী ও হজ এজেন্টদের মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে ( রুম : ১০৭, ফোন : ০০৯৬৬-(০) ১২৫৪১৩৯৮০, ই-মেইল : missionhajj@gmail.com) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

chardike-ad

হাজিদের ডাটাবেস থেকে ফিঙ্গারপ্রিন্টের রেকর্ড সংগ্রহ করে সৌদি কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় লাশগুলোর নাম-ঠিকানা নিশ্চিত করার চেষ্টা করছে। আহত বাংলাদেশী হাজিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোর সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ কনস্যুলেট ও হজ মিশন।