Search
Close this search box.
Search
Close this search box.

টানা চারদিন সংসদ বর্জন কোরিয়ার বিরোধীদলের

National Assembly Koreaমাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের রাষ্ট্রীয়ভাবে একক ইতিহাস পাঠ্যবই প্রণয়নের সিদ্ধান্তের প্রতিবাদে টানা চারদিন সংসদ অধিবেশন বর্জন করেছে কোরিয়ার প্রধান বিরোধীদন এনপিএডি। গত মংগলবার কোরিয়ান সরকার একক ইতিহাস বই প্রণয়নের পরপরই তার প্রতিবাদে প্রধান বিরোধীদল এনপিএডি সংসদ অধিবেশন বর্জন শুরু করে এবং শুক্রবার পর্যন্ত তা অব্যাহত রাখে।

তবে জনগণের কথা বিবেচনা করে আগামী সোমবার থেকে সংসদে যোগ দিবে বলে জানিয়েছে প্রধানবিরোধী দলে হুইপ লি জং কুল। তিনি জানান এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তারা প্রতিবাদ অব্যাহত রাখবে। তবে জনগণের কথা বিবেচনা করে সংসদে ফিরবে। এই পরিকল্পনা রুখতে বিরোধীদল নতুন পরিকল্পনা ঘোষণা করবে বলেও তিনি জানান।

chardike-ad

একক ইতিহাস বই প্রণয়নের সিদ্ধান্তের পর বিরোধীদলগুলো সিদ্ধান্তটির তীব্র সমালোচনা করে আসছে। সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েক হাজার স্কুল শিক্ষক। পার্ক সরকার এখনো সিদ্ধান্ত বহাল রেখেছে এবং নতুন ইতিহাস বই প্রণয়নের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করেছে।