Search
Close this search box.
Search
Close this search box.

সাংবাদিকের বিরুদ্ধে পরী মণির মানহানি মামলা

porimoniমানহানির অভিযোগে একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরী মণি। আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি নালিশি মামলাটি করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী নায়িকা পরী মণির জবানবন্দি নেন। পরে বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

chardike-ad

আরজিতে উল্লেখ করা হয়, অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের প্রতিবেদক মোহাম্মাদুল্লাহ পরী মণি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু পরী মণি তা দিতে অস্বীকার করায় ওই প্রতিবেদক তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। গত ১৭ নভেম্বর প্রতিবেদক মোহাম্মাদুল্লাহ তাঁর সম্পাদক জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরী মণি সম্পর্কে একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরী মণি মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না।

এই প্রতিবেদনের কারণে ১০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করা হয়।

এ ব্যাপারে প্রিয় ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি জানতাম না, আমি খোঁজ নিচ্ছি।’