Search
Close this search box.
Search
Close this search box.

কর্মশক্তি বাড়াতে কাজের সময় কমালো সুইডেন

swedenআট-নয় ঘণ্টার বদলে ছয় ঘণ্টা কাজের সিদ্ধান্ত নিল সুইডেন। কর্মীদের আনন্দ দিতে এবং কর্মশক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুইডেনের একটি স্থানীয় পত্রিকা জানিয়েছে, বেশ কিছু অফিস এখন থেকেই এই সিদ্ধান্ত মেনে চলতে শুরু করেছে।

সুইডেনের গোথেনবার্গে ১৩ বছর আগে থেকেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখান থেকেই জানা গেছে, কম সময়ের মধ্যে কাজ শেষ করে অনেক বেশি সতেজ থাকছেন কর্মীরা। এছাড়া ছয় ঘণ্টা কাজ করে পরিবারের সাথে অনেক বেশি সময়ও কাটাতে পারছেন।

chardike-ad

একটি সুইস কোম্পানির অফিসারে মতে, ‘কর্মীদের আট ঘণ্টা কাজ করার কোনো মানেই হয় না। বেশি ঘণ্টা কাজ করার ফলে ক্লান্ত হয়ে পড়েন তারা। যার জন্যই বড় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। কারণ অফিসে কাজ করার সাথে নিজের পরিবারকেও সময় দেয়া খুব জরুরি হয়ে পড়ে। এর ফলে অতিরিক্ত চাপে থাকে কর্মীরা।’

এছাড়া অফিসের সাথে হাসপাতালের নার্স এবং ডাক্তারদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। কিছু কিছু জায়গাতে এই নিয়ম এখন থেকে মেনে চলা হলেও, কর্মীদের সুবিধার্থে ২০১৬ সালের মধ্যে সুইডেন সব ক্ষেত্রে এই নিয়ম মেনে চলবে বলে অনুমান ওই স্থানীয় পত্রিকার।