Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ায় আবার সরকারবিরোধী বিক্ষোভ

south-koreaদক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শনিবার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুলিশ এই বিক্ষোভ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই ক্রমবর্ধমানভাবে তার প্রয়াত পিতার কর্তৃত্বমূলক নীতি অনুসরণ করছেন বলে সমালোচকরা অভিযোগ করেছেন।

সিটি হলের বাইরে এই বিক্ষোভে ৫০ হাজার বিক্ষোভকারী জমায়েত হবে বলে ধারণা করা হচ্ছে। বিক্ষোভকারীদের মোকাবিলায় জলকামানসহ প্রায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করা হবে।

chardike-ad

পুলিশ প্রাথমিকভাবে সমাবেশটি নিষিদ্ধ করেছিল। কিন্তু বিক্ষোভের আয়োজকরা সিউলের প্রশাসনিক আদালতে আবেদন করলে আদালত পুলিশের ওই নির্দেশ নাকচ করে দেয়। এর ফলে দক্ষিণ কোরিয়ার রাজধানীতে দ্বিতীয়বারের মতো বিশাল এই সমাবেশ আয়োজনের পথ প্রশস্ত হয়।

১৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম সমাবেশে প্রায় ৬০ হাজার লোকের সমাগম ঘটে। ওই সমাবেশ চলাকালে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।