Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ান শপিং মলের সহায়তায় সিলেটে স্কুল নির্মাণ

ak mall schoolকোরিয়ার এগিয়ং গ্রুপের মালিকানাধীন শপিংমল একে মলের (www.akmall.com) সহায়তায় সিলেটের মৌলভীবাজারে একটি স্কুল নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মানবিক উন্নয়ন সহায়ক প্রতিষ্ঠান গুড নেইবারস্ বাংলাদেশ (Good Neighbors) একে মলের আর্থিক সাহায্য নিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে এই স্কুল নির্মাণ করে।

গত বৃহস্পতিবার এই স্কুলের জন্য তৃতীয় দফায় ২৪ হাজার ডলার হস্তান্তর করেছে বলে জানিয়েছে একে মল। এনিয়ে স্কুলটির জন্য শপিং মলটি ১লাখ ৭০ হাজার ডলার সাহায্য দিয়েছে। শপিং মলটি তাদের লভ্যাংশের ১শতাংশ স্কুলটির জন্য দিয়ে আসছে। এছাড়া গ্রাহকদের মধ্যে থেকেও অনেকেই তাদের আহবানে সাড়া দিয়ে দান করেছেন বলে জানিয়েছে শপিংমল কর্তৃপক্ষ। ২০১৩ সাল থেকে স্কুলটি নির্মাণ শুরু হয় এবং ২০১৪সালে শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে স্কুলটি ৩২০জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে।

chardike-ad

একে মল তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করছে। ভবিষ্যতেও এই স্কুলের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে বলেও জানান তারা। বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইভার্স এই বিদ্যালয়ের দেখভাল করবে।