Search
Close this search box.
Search
Close this search box.

বসনিয়ায় হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ

hijabবসনিয়ায় আদালত ও অন্যান্য আইনি প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেছে ২ হাজার নারী। রোববার রাজধানী সারায়েভোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নব্বই দশকে কমিউনিস্ট শাসনামলে বসনিয়ায় হিজার পরা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে সাবেক যুগোস্লাভিয়া থেকে পৃথক হওয়ার পর এই নিষেধাজ্ঞা অপসারণ করা হয়।

chardike-ad

সম্প্রতি দেশটিতে নতুন করে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বসনিয়ার জুডিশিয়াল কাউন্সিল সমস্ত বিচারিক প্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্নসূচক যে কোনো ধরণের পোশাক পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে।

রোববার জুডিশিয়াল কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী সারায়েভোতে বিক্ষোভে বিক্ষোভে নামে প্রায় দুই হাজার নারী। ঘন্টাব্যাপী এই বিক্ষোভ চলাকালে নারীরা ‘ হিজাব আমার অধিকার’সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের আয়োজক সামিরা জুনিক ভেলজিক বলেন, হিজাব নিষিদ্ধকরণ মুসলমানদের সম্মান, ব্যক্তিত্ব ও পরিচয়ের ওপর গুরুতর আঘাত। মুসলমান নারীদের কাজ করার যে অধিকার তা কেড়ে নেওয়ার উদ্দেশে এই কাজ করা হয়েছে।

বসনিয়ার ৩৮ লাখ জনগণের ৪০ শতাংশ মুসলমান। বাকীরা অর্থডক্স অথবা ক্যাথলিক খ্রিষ্টান।