Search
Close this search box.
Search
Close this search box.

শ্রমিকদের কর বাড়ালো মালয়েশিয়া

Labour-malaysia
বিদেশি শ্রমিকদের জন্য নতুন বার্ষিক কর নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার।  শুক্রবার  থেকে এ কর কার্যকর করা হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সেরি আলী ইব্রাহিম জানিয়েছেন, নতুন এ বার্ষিক কর প্রক্রিয়ায় প্রথম ধাপে আছে প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ কাজ ও সেবাখাত। এসব খাতের বার্ষিক কর ধরা হয়েছে এক হাজার ৮৫০ রিঙ্গিত। দ্বিতীয় ধাপে আছে, প্ল্যান্টেশন ও কৃষি। এসব খাতের বার্ষিক কর নির্ধারণ করা হয়েছে ৬৪০ রিঙ্গিত। নতুন এ কর প্রক্রিয়ায় প্রথম ধাপের কর বেড়েছে পূর্বের চেয়ে ৬০০ রিঙ্গিত, প্ল্যান্টেশনে ২৩০ রিঙ্গিত ও কৃষিতে ৫০ রিঙ্গিত।

chardike-ad

দেশটির সংবাদ সংস্থা বারনামায় এক বিবৃতিতে সচিব বলেন, এর ফলে সরকারের আয় বাড়বে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বিদেশি শ্রমিকদের জন্য প্রথম শ্রেণিতে দুই হাজার ৫০০ এবং দ্বিতীয় শ্রেণিতে এক হাজার ৫০০ রিঙ্গিত বার্ষিক করের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। তবে শিল্পমালিকদের বাধার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে।