Search
Close this search box.
Search
Close this search box.

পৃথিবীতে সবচেয়ে কম মাংস খায় বাংলাদেশীরা

meatএকজন কোরিয়ান বছরে ৫১.৩ কেজি মাংস খায়। অন্যদিকে বাংলাদেশীরা খায় বছরে ২.১ কেজি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়। ২০১৪ সালে পৃথিবীর বিভিন্ন দেশের মাংসের চাহিদা এবং ব্যবহারের উপর এই রিপোর্ট প্রকাশ করা হয়।

রিপোর্ট অনুযায়ী আমেরিকানরা পৃথিবীতে সবচেয়ে বেশি মাংস খায়। প্রত্যেক আমেরিকান গড়ে ৮৯.৭ কেজি মাংস খায়। এর পরেই অবস্থান আর্জেন্টিনা (৮৫.৪ কেজি) এবং ইসরায়েলের (৮৪.২কেজি)। অন্যদিকে সবচেয়ে কম মাংস খাওয়া দেশের তালিকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশ (২.১কেজি)। এর পরেই অবস্থান ভারত (২.৬কেজি) এবং ইথিওপিয়া্র (২.৭)।

chardike-ad