Search
Close this search box.
Search
Close this search box.

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় ২ জার্মান নিহত

ফ্রান্সের মধ্যাঞ্চলে বুধবার সড়ক দুর্ঘটনায় জার্মানির দুই নাগরিক নিহত হয়েছে। দেশটির যে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে সেটি স্থানীয়ভাবে ‘মৃত্যু সড়ক’ নামে পরিচিত।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মন্টবেউগনির কাছে এ দুর্ঘটনা ঘটেছে। এটি গত মার্চে যে স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ পর্তুগীজ নাগরিক নিহত হয়েছিল তার থেকে সামান্য দূরে।

chardike-ad

বুধবার সকালে জার্মানির দুই নাগরিককে বহনকারী যানটি অজ্ঞাত কারণে বাম দিকে মোড় নেয় এবং এরপর একটি ভারী লরির সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়। তাদের একজনের বয়স ২৩ ও অপরজনের ২৮। দুর্ঘটনায় আহত স্প্যানিশ লরি চালককে কাছের হাসপাতালে নেয়া হয়েছে।

গত ২৫ মার্চ একই সড়কে একটি লরির সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে সাত বছরের এক বালিকাসহ ১২ পর্তুগীজ নিহত হয়।

এ সড়কের নাম সেন্ট্রাল ইউরোপ আটলান্টিক রোড। এটি ফ্রান্সে আরসিইএ নামে পরিচিত। এ সড়কে প্রতি বছর দুর্ঘটনা ঘটে। এর অনেকগুলোই প্রাণঘাতি