Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে স্মার্টফোন উত্পাদন শুরু এলজির

lg logoপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে যোগ দিচ্ছে এলজি। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানিটি বৃহস্পতিবার ভারতে ১০ লাখ ইউনিট স্মার্টফোন উত্পাদনের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে উন্মোচন করেছে স্থানীয়ভাবে উত্পাদিত দুটো ফোন। খবর ইকোনমিক টাইমস।

নয়ডায় স্মার্টফোন উত্পাদনের পরিকল্পনা করছে এলজি। এতে অংশীদার হিসেবে থাকছে জিডিএন এন্টারপ্রাইজ। উন্মোচিত দুটো স্মার্টফোনের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯ হাজার ৫০০ ও ১৩ হাজার ৫০০ রুপি। উন্মোচন করেন ভারতের টেলিযোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। স্মার্টফোনের বড় বাজার ভারত। তাই বিদেশী অনেক প্রতিষ্ঠানই স্মার্টফোন উত্পাদনে আগ্রহী। এর মধ্যে এলজিও ছিল। এখন প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাণে বেছে নিয়েছে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে। চীনের শাওমিও ফোনের যন্ত্রাংশ সমন্বয়ের জন্য ভারতকে বেছে নিয়েছে।

chardike-ad

এলজি ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক (ভারত) কিম কি-ওয়ান বলেন, স্মার্টফোন শিল্পে ভারতের বাজার বেশ সম্ভাবনাময়। তাই ব্যবসার অন্যতম ক্ষেত্র হিসেবে বেছে নেয়া হয়েছে এ দেশকে। কে-সিরিজের প্রথম হ্যান্ডসেটটি তৈরি হবে এখানেই। ভারতে নতুন মডেলের ফোনটিও বাজার সৃষ্টিতে সমর্থ হবে বলে আশাবাদী তিনি।

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এলজি ইলেকট্রনিকসের আয়ের পরিসংখ্যান ইতিবাচক হবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। এর কারণ ব্যবসা কৌশলে পরিবর্তন। এছাড়া ওই সময় কোম্পানির টেলিভিশন ও গৃহস্থালি পণ্যের বাজার ছিল ভালো।

প্রথম প্রান্তিকে এলজির পরিচালন মুনাফা ৫০ হাজার ৫০০ কোটি ওন দাঁড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠান। এ অঙ্ক গত বছরের একই সময়ের তুলনায় ৬৫ দশমিক ৫ শতাংশ বেশি। বণিকবার্তা।