Search
Close this search box.
Search
Close this search box.

রাজস্থানের ফালোদিতে প্রচণ্ড গরম, তাপমাত্রা ৫১ ডিগ্রী সেলসিয়াস

2016-05-20_3_868821ভারতের উত্তরাঞ্চলের একটি নগরী প্রচ- গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীতে তাপমাত্রা বৃদ্ধির আগের সব রেকর্ড ভেঙে গেছে। সেখানে ৫১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস শুক্রবার জানায়।

ভারতে বর্তমানে দাবদাহ বয়ে যাওয়ার প্রেক্ষাপটে মরু রাজ্য রাজস্থানের ফালোদি নগরীতে তাপমাত্রা বৃদ্ধির নতুন এ রেকর্ড করা হয়েছে। নগরীতে ১২৩ দশমিক ৮ ফারেনহাইট বা ৫১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

chardike-ad

এর আগে ১৯৫৬ সালে নগরীতে রেকর্ড তাপমাত্রা ছিল ৫০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

ভারতের আবহাওয়া বিভাগের পরিচালক বি পি যাদব বলেন, গতকাল দেশে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফালোদিতে ৫১ ডিগ্রী সেলসিয়াস।

ভারতের উত্তরাঞ্চলে মে ও জুন মাসে সাধারণত ৪০’র কোঠায় তাপমাত্রা থাকে। তবে তাপমাত্রা ৫০ ডিগ্রী ওঠা অস্বাভাবিক।

আবহাওয়া অফিস উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ‘ব্যাপক দাবদাহের’ সতর্কবাণী করেছে।