Search
Close this search box.
Search
Close this search box.

১১বছরে কেসংএ ৩২৩ কোটি ডলারের পণ্য উৎপাদন

Kaesong-Industrial-Complex-jpgচলতি বছরের শুরুতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দুই কোরিয়ার অর্থনৈতিক অঞ্চল কেসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বন্ধ করে দেয়া হয়েছে। এর আগ পর্যন্ত ১১ বছরে কেসংয়ের মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৩ কোটি ডলারে। গতকাল দক্ষিণ কোরিয়া ইউনিফিকেশন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। খবর সিনহুয়া।

২০০০ সালের জুনে দুই দেশের নেতাদের মধ্যে একটি চুক্তির ভিত্তিতে ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী কেসং শহরে যৌথ কারখানা পার্কটির কার্যক্রম শুরু হয়। পিয়ংইয়ং একটি স্যাটেলাইট রকেট উতক্ষেপনের আড়ালে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তিনদিন পর চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সিউল এ যৌথ উদ্যোগ বন্ধ ঘোষণা করে।

chardike-ad

২০১৫ সালে কেসংয়ের বার্ষিক উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি ছিল। মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেখা গেছে, গত বছর শিল্প পার্কের উৎপাদন ৫৬ কোটি ৩৩ লাখ ডলারে পৌঁছায়, যা প্রথমবারের মতো বার্ষিক ৫০ কোটি ডলারের সীমা অতিক্রম করে।

২০০৫ সালে কার্যক্রম শুরুর বছর শিল্প পার্কটির উৎপাদনের পরিমাণ ছিল ১ কোটি ৪৯ লাখ ডলার, যা ২০১০ সালের মধ্যে তা ৩২ কোটি ৩৩ লাখ ডলার ও ২০১২ সালে ৪৬ কোটি ৯৫ লাখ ডলারে পৌঁছে।

দুই কোরিয়ার অন্তর্দ্বন্দ্বে চার মাস কার্যক্রম স্থগিত থাকায় ২০১৩ সালে কেসংয়ের উৎপাদন কমে ২২ কোটি ৩৮ লাখ ডলারে দাঁড়ায়। তবে পরের বছরেই শিল্প অঞ্চলটি ঘুরে দাঁড়িয়ে ৪৭ কোটি ডলারে পৌঁছে।