Search
Close this search box.
Search
Close this search box.

অ্যাডিডাসের এই জুতো কী দিয়ে তৈরি?

download (16)নতুন এক ধরনের স্নিকার্স বাজারে এনেছে অ্যাডিডাস। নামে পার্লে। দেখতে অন্যান্য স্নিকার্সের থেকে অনেকটাই আলাদা।

এই জুতো পরে রাস্তায় বার হলে নিঃসন্দেহে আপনার পায়ের দিকে অনেকেরই চোখ যাবে। কিন্তু অ্যাডিডাসের এই নতুন স্নিকার্স কী দিয়ে তৈরি হয়েছে জানলে হয়তো এই জুতো পরবার ইচ্ছে আপনার আরও বেড়ে যাবে।

chardike-ad

অ্যাডিডাসের এই নতুন স্নিকার্স সামুদ্রিক বর্জ্য থেকে তৈরি হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাডিডাসকে প্ল্যাস্টিক, মাছ ধরার জালের মতো বিভিন্ন সামুদ্রিক বর্জ্য সংগ্রহ করে দিয়েছিল।

এই বর্জ্যগুলি সমুদ্রের জীবজগতের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। সেই উপাদানগুলিকেই কাঁচামাল হিসাবে ব্যবহার করে এই জুতো তৈরি করেছে সংস্থা। যদিও সামুদ্রিক বর্জ্য থেকে জুতো তৈরির জন্য প্রয়োজনীয় ফাইবার তৈরি করতেই অনেকটা সময় লাগে।
ফলে খুব বেশি সংখ্যায় এই জুতো তৈরি করবে না সংস্থা। বাণিজ্যিক উদ্দেশ্য নয়, বরং পরিবেশ সচেতনতার উদ্দেশ্য নিয়েই এই জুতো তৈরি করবে অ্যাডিডাস। আপাতত ৫০ জোড়া জুতো তৈরি করবে সংস্থা।–সংবাদমাধ্যম