Search
Close this search box.
Search
Close this search box.

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে চিলি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে।

arg vs chiকোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে চিলি। অ্যারনগুইয ও পেদ্রোর গোলে জয় পায় চিলি। ২৭ জুন টানা দ্বিতীয়বারের মত ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে চিলিয়ানরা। এর আগে, রোববার তৃতীয় স্থান নির্ধারনীতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কলম্বিয়া।

শিরোপা দৌড়ে অন্যতম ফেবারিট দল কলম্বিয়ার প্রতিপক্ষ যখন চ্যাম্পিয়ন চিলি, তখন লড়াইটা বেশ জমজমাট হচ্ছে এমনটাই প্রত্যাশা ছিলো দর্শক-সমর্থকদের। কিন্তু সে আশায় গুঁড়ে বালি ছড়িয়ে দিলো চ্যাম্পিয়নরা। একচেটিয়া প্রাধান্য দেখিয়ে ম্যাচটি নিজেদের করে নিলো চিলিয়ানরা।

chardike-ad

শিকাগোর, সোলজার ফিল্ডে ম্যাচের সাত মিনিটেই চার্লস অ্যারনগুইযের গোলে লিড নেয় অ্যান্তোনিয় পিজ্জির দল। এর পাঁচ মিনিট পর সমর্থকদের জন্য আবারো উল্লাসের উপলক্ষ্য অ্যালেক্সিজ সানচেজের শট বারপোস্টে লেগে ফিরলেও, ফিরতি বলে পা ছুঁয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হোসে পেদ্রো।

ম্যাচে ফিরতে মরিয়া কলম্বিয়া বেশ কিছু সুযোগ তৈরি করলেও, বিরতির আগে জালের খোঁজ পায়নি ২০০১-এর চ্যাম্পিয়নরা। (২৪) ঝড় ও বজ্রপাতে বিরতির পর খেলা শুরু হতে দেরি হয় বেশ কিছুক্ষণ। ভেজা মাঠে খেলার গতি কমে দুদলেরই। ৫৭ মিনিটে কলম্বিয়ার জন্য আরও এক ধাক্কা হয়ে আসে সানচেজ মরেনোর রেড কার্ড।

এরপর, অনেক চেষ্টার পরও ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়া। ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে প্যাকারম্যানের শিষ্যরা। (৬৬/৭০) এদিকে, শতবর্ষি আসরে গেলো বছরের ফাইনালের পুনঃবৃত্তির আশায় ২৭ জুন ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে চিলি।