Search
Close this search box.
Search
Close this search box.

৬ নভেম্বর শুরু বিপিএলের চতুর্থ আসর

bplফিক্সিংসহ নানা বিতর্কের পর সফলভাবে শেষ হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। রোববার বোর্ড সভায় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএলের চতুর্থ আসরের দিনক্ষণ ঠিক করেছে বিসিবি। বোর্ড সভায় শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, আগামী ৬ নভেম্বর থেকে বিপিএল শুরুর সিদ্ধান্ত হয়েছে।
নাজমুল হাসান পাপন বলেন, “বিপিএল আমাদের নভেম্বরে শুরু হবে। নভেম্বরের ৬ তারিখ থেকে বিপিএল শুরু করবো।”
বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয়া সিলেট সুপারস্টারসের কাছে বকেয়া রয়েছে বিসিবির। ফ্র্যাঞ্চাইজিদের অসহযোগিতার কারণে বিসিবি টাকাও তুলতে পারছে না। এমনকি দলটির ব্যাংক গ্যারান্টিও বিসিবি ভাঙাতে পারেনি। তাই বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে দলটির বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার।
বিসিবি সভাপতি বলেন, “সিলেট সুপারস্টারস থেকে পেমেন্ট বকেয়া আছে। বিসিবিরও পাওনা আছে। ব্যাংক গ্যারান্টি যেটা ছিল সেটা যখন আমরা ক্যাশ করাতে পাঠিয়েছি সেটাও আমরা পারিনি। তারা অন্য জায়গায় গিয়ে আটকিয়েছে। ওদের বিরুদ্ধে লিগ্যালি যা করা দরকার সেটা আমরা করবো। তিন চার কোটি টাকার মত। ওরা একটা জটিলতা সৃষ্টি করেছে। আমরা এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তাদের বিরুদ্ধে আইননানুক যত ব্যবস্থা আছে তা করা হবে।”