Search
Close this search box.
Search
Close this search box.

গুগলের সিউল কার্যালয়ে তদন্ত দ. কোরিয়ার

google koreaসিউলে অবস্থিত গুগলের প্রধান কার্যালয়ে তদন্ত চালিয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে গুগল কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাবিমুখী কার্যক্রমে জড়িত কিনা, তা অনুসন্ধানই ছিল লক্ষ্য। খবর রয়টার্স।

ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি) গত সপ্তাহে এ অনুসন্ধান চালায়। গুগল জোরপূর্বক স্মার্টফোন নির্মাতাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারে বাধ্য করছে কিনা, সে বিষয়ে তদন্ত করেছেন নিয়ন্ত্রকরা। চলতি বছরের শুরুতে গুগলের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রকরা বিষয়টিতে গুরুত্ব দিতে শুরু করেছেন। বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, কেএফটিসি গুগলের দক্ষিণ কোরিয়ার প্রধান কার্যালয়ে তদন্ত চালালেও তা নিয়ে খুব বেশি হৈ চৈ করতে চাইছে না। এ নিয়ে কোনো মন্তব্য করেনি গুগল ও কেএফটিসি। দক্ষিণ কোরিয়ার অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা এর আগে একই কারণে গুগলে তদন্ত চালিয়েছিল। দুই বছরের তদন্ত শেষে দেখা যায়, গুগল অ্যান্ড্রয়েড ব্যবহার করে স্মার্টফোন নির্মাতারা হ্যান্ডসেটে গুগলের সার্চ ইঞ্জিন প্রি-লোড করতে বাধ্য করেছিল। এতে ব্যাহত হয় প্রতিযোগিতা।

chardike-ad