Search
Close this search box.
Search
Close this search box.

ফ্রান্সের মসজিদে বিদেশী অর্থায়ন বন্ধের চিন্তা

Manuel Valls speফ্রান্সে কয়েকটি জিহাদি আক্রমণের ঘটনার পর সেদেশে মসজিদগুলোতে বিদেশী অর্থায়ন সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে। এ কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ইসলামের সাথে ফ্রান্সের সম্পর্ক নতুন করে গড়ার সময় এসেছে। লা মঁদ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ভালস এ কথা বলেন।তিনি আহ্বান জানান, যেন সব ফরাসী ইমামকে বিদেশে প্রশিক্ষণ না দিয়ে বরং দেশের ভেতরেই প্রশিক্ষণ দেয়া হয়।

ভালসের কথায়, উগ্রপন্থার বিরুদ্ধে এই লড়াই হচ্ছে এ প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব। গত ১৮ মাসে ফ্রান্সে যে কয়েকটি বড় বড় ইসলামী জঙ্গী আক্রমণ ঢ়টেছে – তা ঠেকাতে ব্যর্থ হবার জন্য ফরাসী সরকারকে ক্রমাগত সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে। -বিবিসি।

chardike-ad