Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার শিক্ষাবিষয়ক ভাইস প্রেসিডেন্টের মৃত্যুদন্ড

2016-08-31_3_910566

উত্তর কোরিয়ায় শিক্ষা বিষয়ক ভাইস প্রধানমন্ত্রী কিম ইয়ং-জিনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে এবং আরো দুই কর্মকর্তাকে পুনরায় শিক্ষাদানের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে। দেশটিতে একজন উচ্চ পদস্থ ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকরের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দক্ষিণ কোরিয়া বুধবার এ তথ্য জানিয়েছে।

chardike-ad

সিউলের একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জেয়ং জন-হি এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষা বিষয়ক ভাইস প্রধানমন্ত্রী কিম ইয়ং-জিনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত জুলাই মাসে দল বিরোধী, বিপ্লব বিরোধী ব্যক্তি হিসেবে কিমকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করা হয়।
মন্ত্রণালয় জানায়, উর্ধ্বতন আরো দুই কর্মকর্তাকে পুনরায় শিক্ষা দানের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাদের একজন হলেন আন্তঃকোরীয় বিষয়ক শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং-চল।

২০১১ সালের শেষে বাবার মৃত্যুর পর ক্ষমতা গ্রহণ করে উ. কোরীয় নেতা কিম জং-উন বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার মৃত্যুদন্ড কার্যকর বা পদাবনতি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে তিনি এটা করছেন।

২০১৩ সালের ডিসেম্বরে বিশ্বাসঘাতকতা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে কিম তার ফুফা জাং সং-থায়েকের মৃত্যুদন্ড কার্যকর করেন।