Search
Close this search box.
Search
Close this search box.

পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ চাওয়ায় এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ

উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছে তাঁদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ও দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত। ওই পুলিশ কর্মকর্তার নাম সালাম।

chardike-ad

হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাম বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং আজ সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়। আজ এই পুলিশ কর্মকর্তা হাজির হলে আদালত এ আদেশ দেন। একপর্যায়ে আদালত হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে তাঁর কাছে সালামকে তুলে দেওয়া হয়।

কামাল হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, ‘এএসআই সালাম আমাদের হেফাজতে রয়েছেন। কিছুক্ষণ পর তাঁকে শাহবাগ পুলিশের কাছে দেওয়া হবে।’

সংবাদ প্রথম আলো থেকে।