Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে খুলে গেল বন্ধুতার চাবি

messengerমেসেঞ্জার প্লাটফর্ম নিয়ে আবারো নতুন পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। এক প্রতিবেদনে জানা গিয়েছে, ফেসবুকে বন্ধুতালিকায় না থাকলেও অন্যদের সঙ্গে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপনি।

আর এ নিয়েই কাজ করছে ফেসবুক। মেসেঞ্জারের নতুন এ ফিচারের মাধ্যমে অ্যাপটির ব্যবহারে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুকে বন্ধু না বানিয়েও এ কাজটি ঘটানো যাবে। অবশ্য বিশেষ এই ফরমেটে এ সুযোগ ইতোমধ্যে প্রদান করছে ফেসবুক।

chardike-ad
 ফেসবুকে বন্ধু নন এমন কেউ মেসেজ করলে তার নোটিফিকেশন আসে। এই মেসেজগুলো ‘আদার’ ইনবক্সে জমা হয়। চাইলে এদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করা যায়। তবে মেসেজগুলো স্ট্যান্ডার্ড ইনবক্সে ফিল্টার হয়ে আসে। নতুন ফিচার মূলত একই সুবিধা দেবে।

তবে সরাসরি যোগাযোগের সুযোগ থাকছে। যে কেউ আপনাকে সরাসরি মেসেজ পাঠাতে পারবেন সংযোগ ছাড়াই। এটাকে সংযোগ ছাড়াই যোগাযোগের ব্যবস্থা বলে মনে করা যায়।