Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহার

Soudi-Arabia-Labourবাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। ছয় বছর পর তুলে নেওয়া এই নিষেধাজ্ঞার সঙ্গে নতুন করে যেকোনো ধরনের শ্রমিক নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার রাতে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

chardike-ad

ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ছয় বছর ধরে বাংলাদেশি শ্রমিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর কথা উল্লেখ করে আরব নিউজের খবরে বলা হয়, বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি একটি সুসংবাদ।

গোলাম মসীহ আরব নিউজকে জানিয়েছেন, গত জুনে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ইবনে সৌদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার সফল বৈঠকের ফল এটি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের শ্রমিকের জন্যই সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আর রইল না। ফলে বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ শ্রমিক, চিকিৎসক, নার্স ও নির্মাণ শ্রমিকসহ ৪৮ ধরনের শ্রমিক সৌদি আরবে যাবে।