Search
Close this search box.
Search
Close this search box.

মেরামত ভীষণ কঠিন স্যামসাং গ্যালাক্সি নোট৭!

NOTE 7স্যামসাং গ্যালাক্সি নোট৭ ফ্যাবলেট মেরামত করা নাকি ভীষণ কঠিন! এমনটিই উঠে এসেছে আইফিক্সইটের গবেষণায়। টিয়ারডাউন বিশ্লেষকরা স্যামসাং গ্যালাক্সি নোট৭-এর ভেতরে থাকা যন্ত্রাংশগুলো খুলে মেরামত করে আগের পর্যায়ে নিয়ে আনার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তারা বলছেন, এ স্মার্টফোন মেরামত দুঃসাধ্য। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

টিয়ারডাউন হচ্ছে, প্রযুক্তিপণ্যের ভেতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ, চিপ ও সিস্টেমের কার্যকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, গ্যালাক্সি নোট৭-এর ফ্রন্ট গ্লাস ডিসপ্লের ক্ষতি না করে কোনোভাবেই কিছু পরিবর্তন করা সম্ভব নয়। কার্ভড প্রকৃতিই এর মূল কারণ। আইফিক্সইটের তথ্য অনুযায়ী, সামনে ও পেছনের গ্লাসের কারণে রিয়ার গ্লাসটি খুবই পুরু। এতে ডিভাইসের ভেতরে প্রবেশ করা কঠিন। তবে স্যামসাং গ্যালাক্সি এস৭ ও এস৭ এজের সঙ্গে বেশ সামঞ্জস্য রয়েছে গ্যালাক্সি নোট৭-এর ভেতরের যন্ত্রাংশের।

chardike-ad