Search
Close this search box.
Search
Close this search box.

রাজুর সেঞ্চুরিতে ফাইনালে বেঙ্গল টাইগার্সও

bengal tigersরাজু’র সেঞ্চুরির উপর ভর করে ইনছন ঈগলসকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়েই ফাইনালে উঠেছে বেঙ্গল টাইগার্স। আজ সকালে আরেক ম্যাচে এস ড্রাগনসকে ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ কোরিয়া টাইগার্সও।

টসে জিতে ব্যাট করতে নেমে বেঙ্গল টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৫উইকেট হারিয়ে ১৭৫ রানের বিশাল ইনিংস গড়ে। কোরিয়া ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগে প্রথম সেঞ্চুরি রেকর্ড গড়ে রাজু ১০০রানে অপরাজিত থাকেন। ৭ চার এবং ৫ ছয়ের সাহায্যে মাত্র ৫৯ বলে তিনি এই রান করেন।

chardike-ad

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে টুর্ণামেন্টের অন্যতম শক্তিশালী দল ইনছন ঈগলস প্রথমদিকে লড়াই করেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ৩উইকেটে ৮০ রান পার করলেও দুই স্পিনার আশিক এবং সজিবের যুগল আক্রমণে মাত্র ১১০রানেই অলআউট হয়ে যায় ইনছন ঈগলস। দুজনেই ৩টি করে উইকেট দখল করেন। সেঞ্চুরি করা রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ফাইনালে উঠার মধ্য দিয়ে আগামী লীগে প্রথম বিভাগে খেলবে বেঙ্গল টাইগার্স ও বাংলাদেশ কোরিয়া রাইডার্স।