Search
Close this search box.
Search
Close this search box.

রিও অলিম্পিকের প্রথম রেকর্ড দক্ষিণ কোরিয়ার কিমের

53561822

রিও অলিম্পিক গেমসে প্রথম বিশ্ব রেকর্ডটি গড়লেন দক্ষিণ কোরিয়ার কিম উ-জিন। আরচারির র‌্যাঙ্কিং রাউন্ডে কোরিয়ান এ তীরন্দাজ স্কোর করেন ৭০০। এতে ভেঙে যায় ইভেন্টের বিশ্ব রেকর্ডটি।

chardike-ad

২০১২ লন্ডন অলিম্পিক গেমসে আরচারিতে ৬৯৯ স্কোর করেন দক্ষিণ কোরিয়ার অপর তীরন্দাজ ইম ডং-হিউন। র‌্যাঙ্কিং রাউন্ড শেষে অলিম্পিক রাউন্ডের নকআউট প্রতিযোগিতায় তীর-ধনুক হাতে মাঠে নামবেন আরচাররা। গতকাল রেকর্ড শেষে ২৪ বছরের কিম উ-জিন বলেন, এটা মাত্রই র‌্যাঙ্কিং রাউন্ড। তাই খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। বিশ্ব রেকর্ডটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে মূল রাউন্ডের প্রতিযোগিতা আরো গুরুত্বপূর্ণ। আরচারির পুরুষ দলগত ইভেন্টের শিরোপা নিষ্পত্তি হচ্ছে আজ। পুরুষ একক ইভেন্টের ফাইনাল আগামী ১৩ই আগস্ট। ২০১১ বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জেতেন কিম উ-জিন। ২০১২ আরচারি বিশ্বকাপেও একক ইভেন্টের শিরোপা জেতেন তিনি।

তবে ২০১২ লন্ডন অলিম্পিকে দক্ষিণ কোরিয়া দলে সুযোগ পাননি ২৪ বছর বয়সী এ আরচারি তারকা।