Search
Close this search box.
Search
Close this search box.

সবই বেড়েছে এ বছর

hsccগত বছরের তুলনায় চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হার। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তির হারও।

আজ বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এ উপলক্ষে সচিবালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

chardike-ad

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত ৬০ দিন আগেই ৫৭তম দিনে ফল প্রকাশ করা হয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছর অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে এক লাখ ৪২ হাজার ২৬ জন। চলতি বছর ওই পরীক্ষায় অংশ নেন ১২ লাখ তিন হাজার ৬৪০ জন। এর আগের বছর ওই সংখ্যা ছিল ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন।

চলতি বছর পাস করেছে আট লাখ ৯৯ হাজার ১৫০ জন। গত বছর এ সংখ্যা ছিল সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন। গত বছরের তুলনায় এ বছর এক লাখ ৬০ হাজার ২৭৮ জন বেশি পাস করেছে। শতকরা হিসাবে চলতি বছর পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গত বছর ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ। পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ সাত হাজার ৫৩ পরীক্ষার্থী। গত বছর অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট লাখ ৭৬ হাজার ৪৭৬ জন। আটটি শিক্ষা বোর্ডে পাস করেছে সাত লাখ ২৯ হাজার ৮০৩ জন, যা গতবারের তুলনায় এক লাখ ৫২ হাজার ৭১৬ জন বেশি। আটটি বোর্ডে পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ, যা গতবারের তুলনায় ৬ দশমিক ৬৩ শতাংশ।

আট বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪৮ হাজার ৯৫০ জন। গত বছর এ সংখ্যা ছিল ৩৪ হাজার ৭২১ জন।

বেড়েছে প্রতিষ্ঠানের সংখ্যা

গত বছরের তুলনায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। চলতি বছর অংশ নিয়েছে আট হাজার ৩৪৫টি। গত বছর অংশ নেয় আট হাজার ২৯৪টি প্রতিষ্ঠান। চলতি বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮৪৮টি। তা অবশ্য গতবারের তুলনায় কমেছে। গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৩৩টি।

এ বছর ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি। গতবার এসব প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫।