Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় নতুন নোট ৭ বিক্রি পেছাল

NOTE 7

দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি নোট ৭ পুনরায় বিক্রির কার্যক্রম এখনই শুরু করছে না স্যামসাং। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ডিভাইসগুলো ফিরিয়ে নিতে আরো সময়ের প্রয়োজন। ২৮ সেপ্টেম্বর থেকে দেশটির বাজারে এ ফোন আবারো বিক্রি শুরুর কথা ছিল। কিন্তু তা এখন পরিবর্তন করে বিক্রির সম্ভাব্য তারিখ আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। গতকাল এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি। খবর বিবিসি।

chardike-ad

এর আগে হ্যান্ডসেটটির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অন্তত এক ডজন হ্যান্ডসেটের ব্যাটারি বিস্ফোরণের আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়। ফলে পুরো বিশ্ব থেকে ২৫ কোটি গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেট প্রত্যাহারের ঘোষণা দেয় স্যামসাং। এজন্য আরো সময় প্রয়োজন জানিয়ে বিক্রি শুরুর নির্ধারিত তারিখটি পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। ২ সেপ্টেম্বর স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে বিক্রীত ডিভাইসগুলো ফেরত নেয়া শুরু করে। দক্ষিণ কোরিয়ায় প্রায় দুই লাখ ব্যবহারকারী হ্যান্ডসেটটি ফেরত দিয়েছে বলে স্যামসাং জানিয়েছে। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের অনেক গ্রাহক গ্যালাক্সি নোট ৭ হ্যান্ডসেটটি ফেরত দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ বিমানে ভ্রমণের সময় এ হ্যান্ডসেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে।