Search
Close this search box.
Search
Close this search box.

বিপিএলে গেইল চট্টগ্রামে, আফ্রিদি রংপুরে

soprtsবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট আগামী শুক্রবার। দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে কোন খেলোয়াড়কে কারা দলে ভেড়াবে, তা নিয়েই চলছে জোর প্রস্তুতি। অবশ্য এরই মধ্যে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে নিশ্চিত করে ফেলেছে দলগুলো। তার একটি তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল বরিশাল বুলস ছেড়ে এবার যোগ দিয়েছেন চট্টগ্রাম ভাইকিংসে। চট্টগ্রামের দলটি নিয়েছে গতবার কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলা শোয়েব মালিককেও।

chardike-ad

গতবার সিলেটের হয়ে খেলেছিলেন পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি। এবার তিনি খেলবেন রংপুরের হয়ে। আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা গতবারের দল ঢাকায় রয়ে গেছেন।

বিপিএলের বিদেশি ক্রিকেটার

কুমিল্লা ভিক্টোরিয়ানস : সোহেল তানভির (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), আশহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।

চিটাগাং ভাইকিংস : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবি (আফগানিস্তান)।

ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), মাহেলা জয়াবর্ধনে, (শ্রীলঙ্কা) আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড)।

রংপুর রাইডার্স : শহিদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), দাসুন সানাকা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ) ও রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড)।

বরিশাল বুলস : দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)

খুলনা টাইটানস : নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়াসেলস (ইংল্যান্ড), বিনি হাওয়েল (ইংল্যান্ড) ও মোহাম্মদ আজগর (পাকিস্তান)।

রাজশাহী : ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ) ও মোহাম্মদ সামি (পাকিস্তান)।